বগুড়ার শিবগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » বগুড়ার শিবগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
শনিবার, ২০ মে ২০২৩



বগুড়ার শিবগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সাইদুল ইসলাম (২৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জে উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে স্থানীয়দের খবরে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় গ্রিলের কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষে আর বাড়ি ফিরেননি। স্বামীর মোবাইলে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাই। শনিবার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়ার খবর পাই। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

স্থানীয় সূত্র জানায়, সাইদুল নেশাগ্রস্থ ছিলেন। এসব নিয়ে তাকে হত্যা করা হতে পারে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে।

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে লাশ মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৪০   ১৪৪ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ নাচানাচি, ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে ধরল সেনাবাহিনী
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই



আর্কাইভ