বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩



বাংলাদেশ-নিউজিল্যান্ড-টেস্ট: ১০৪ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে নিয়ে ১০৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ।
৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে চা-বিরতি পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ।
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৮ ও জাকির হাসান ১৭ রানে আউট হন। ২৬ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮৫ রান যোগ করেছেন তারা।
শান্ত ৪৮ ও মোমিনুল ৩৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের প্যাটেল ১ উইকেট নেন।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পেয়েছিলো কিউইরা।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৬   ৪৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ