চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭
শনিবার, ২০ মে ২০২৩



চীনের অর্থনৈতিক ‘বল প্রয়োগ’ মোকাবিলায় চুক্তি গ্রহনে সম্মত জি৭

চীনের অর্থনৈতিক চাপ মোকাবিলা ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উচ্চ প্রযুক্তির রপ্তানি ঝুঁকি সীমিত করার লক্ষ্যে জি৭ শনিবার একটি সাধারণ কৌশল গ্রহনে সম্মত হবে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হিরোশিমা জি৭ সম্মেলনে সাংবাদিকদের বলেন, চুক্তির পদক্ষেপগুলি বর্তমানে কিছু সেক্টরে চীনের উপর খুব বেশি নির্ভরশীল স্থিতিস্থাপক সাপ্লাই চেইনের উপর ফোকাস করবে। চুক্তিতে রপ্তানি নিয়ন্ত্রণ ও বহির্মুখী বিনিয়োগ ব্যবস্থার মতো সংবেদনশীল প্রযুক্তি রক্ষার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। খবর এএফপি’র।
সুলিভান বলেন, চীনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে অতীতের মতপার্থক্য অনেকাংশে ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, সাধারণ কৌশল চীনের সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে পশ্চিমা শক্তিকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দেবে।
সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ‘নিরবচ্ছিন্ন’ কূটনীতির ফলে এই ইস্যুতে জি৭-এ ঐক্যবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৮   ৭৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন



আর্কাইভ