রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ২টি ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় অন্ত ৩ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সার্ভিস সদর দপ্তর থেকে রাকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আমাদের কাছে খবর আসে- মহাখালী কাঁচাবাজার এলাকায় ২টি ট্রাক ও একটি সিএনজির সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের টিম। এসময় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে থাকা আহত তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী তেজগাঁও ফায়ার স্টেশন এর কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একটি ট্রাক আরেকটি ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। এময় একটি সিএনজি অটোরিকশাও তাদের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় একটি ট্রাকের ভিতরে আটকে পড়া দুজন হেল্পার ও একজন চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:০৯:২৭   ৩৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
সচিবালয়ে আগুন কী নাশকতা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ