যাত্রাবাড়ীতে চালকের বুকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারি » যাত্রাবাড়ীতে চালকের বুকে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনতাই
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



---

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআকড়ায় এক প্রাইভেটকার চালকের বুকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত দেড়টার দিকে শনিরআকড়া বাগানবাড়ি মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শহিদুলের ভাগনে মতিউর রহমান জানান, তারা মামা প্রাইভেটকার চালক। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তবে বর্তমানে বাগানবাড়ি মসজিদ গলিতে থাকেন। মাঝরাতে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে ওই গলিতে ৩ ছিনতাইকারী তার পথরোধ করে। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে তার গলার বাম পাশে, বুক ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর তার সঙ্গে থাকা সাড়ে ৯ হাজার টাকা এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে গেছেন স্বজনরা। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২:১০:০৭   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে আগুন কী নাশকতা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ