রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ
শনিবার, ২০ মে ২০২৩



রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) নিরাপত্তা পরিষদে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গৃহীত পাইলট প্রকল্পকে সমর্থন এবং এ প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনরায় একীভূত করতে জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক দেশগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছি।

নিরাপত্তা পরিষদে তিনি আরও বলেন, উভয় পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া পাইলট প্রকল্পের অধীনে একদল রোহিঙ্গা প্রথমে মিয়ানমারে ফিরে যাবে এবং পর্যায়ক্রমে বাকিদেরও প্রত্যাবাসন করা হবে।

আবদুল মুহিত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবে, রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর আবারও যেন মিয়ানমার কর্তৃপক্ষের নিপীড়নের সম্মুখীন না হয়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাখাইনে কনফিডেন্স বিল্ডিং পদক্ষেপের অংশ হিসেবে মানবিক ও উন্নয়ন অংশীদারদের উপস্থিতি একান্তভাবে কাম্য। এ লক্ষ্যে আমরা আঞ্চলিক সদস্য দেশগুলোকেও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করার আহ্বান জানাই।

সভায় উপস্থিত নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতি সমর্থন করেন। একইসঙ্গে তারা রাখাইনের অবস্থার উন্নতির জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:২৪   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ