বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসিবিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে। যদি নির্বাচনে বিএনপি আসে তাহলে তা হবে আমাদের সবার জন্য, জাতির জন্য সৌভাগ্যের।

রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি।

তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা ওরা (বিএনপি) আসতেও পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি বিএনপি আসে তবে তা হবে আমাদের জন্য, সবার জন্য পুরো জাতির জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের। আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে নির্বাচন আরও অর্থবহ হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২১   ৬৪ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে প্রায় ২০০
চলতি মাসেই ‘সাইবার সেফটি অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ করবে সরকার: ফয়েজ আহমদ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার
বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়



আর্কাইভ