বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



বাংলাদেশের কোথাও হরতাল অবরোধ পালিত হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চায়।

বৃহস্পতিবার সিলেটে ব্যক্তিগত সফরে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমন মন্তব্য করেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন। সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৮:২৯   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ