সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারি » সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



সেনাপ্রধানের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান

সশস্ত্র বাহিনী দিবস-’২৩ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাপ্রধান এ অনুষ্ঠানে উপস্থিত ৭৫ জন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এছাড়াও, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ মোট ১৬ জন সেনাসদস্যকে অসামান্য সেবা পদক ও সেবা পদক (ব্যাচ) পরিয়ে দেন। এদের মধ্যে অসামান্য সেবা পদক প্রাপ্ত ৭ জন সেনাসদস্য এবং বাকী ৯ জন হচ্ছেন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত সেনাসদস্য। আজ বৃৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস¥রণীয় করে রাখতে প্রতিবছর সেনাবাহিনী সদর দপ্তর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫২:০৬   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি
গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ
গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি
পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা



আর্কাইভ