দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য আলোচনায় রয়েছেন দক্ষিণী অভিনেতা মনসুর আলি খান। এই আলোচনা থামতে না থামতেই বলিউড কুইন ঐশ্বরিয়া রায়কে নিয়ে খারাপ মন্তব্য করলেন আরেক তামিল নায়ক রাধা রবি।
লোকেশ কনগরাজের ‘লিও’ সিনেমাতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে দেখা যায়নি অভিনেতা মনসুরকে। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, অভিনেতা মনসুর এক অনুষ্ঠানে বলেন, ‘সব সিনেমাতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম ‘লিও’ সিনেমাতেও তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।’
মনসুরের এই ভিডিও ছড়িয়ে পড়লে চারপাশজুড়ে ওঠে নিন্দার ঝড়।
এদিকে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের বোঝাপড়া ঠিক ভালো যাচ্ছে না। মেয়ে আরাধ্য বচ্চন ও মা বৃন্দা রায় শুধু পাশে আছেন নায়িকার।
এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ভিডিও, যাতে এক তামিল অভিনেতা ঐশ্বরিয়াকে ধর্ষণ করার ‘ইচ্ছা’ প্রকাশ করেছেন!
মনসুরের মন্তব্যের পর আরেক তামিল অভিনেতা রাধা রবি সমাজমাধ্যমে তার একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে রাধা রবি বলছেন, ‘আমি যদি বলিউডে কাজ করতাম, তা হলে আমিও ঐশ্বরিয়াকে ধর্ষণ করার সুযোগ পেতাম।
কয়েক বছর আগের ভিডিও হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তৃষাকে নিয়ে মনসুরের আপত্তিকর মন্তব্যের পর জাতীয় নারী কমিশনের দাবি মেনে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তামিলনাড়ু পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪১ ৫১ বার পঠিত