নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের সময়ে গণপিটুনিতে হাবিবুর রহমান হাবু (৩২) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের নিতাইগঞ্জ কাঁচারিগলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবু শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ওরফে হাবু পুলিশের তালিকাভুক্ত পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। সে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায়। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাঁচারিগলিতে লোকজনকে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনসহ সব কিছু ছিনিয়ে নেয় হাবু ও তার সহযোগীরা। এতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।
বৃহস্পতিবার মধ্য রাতে হাবু ও তার সহযোগীরা আবার ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী জড়ো হয়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় হাবু। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনিতে ওই ছিনতাইকারী মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হাবুর বিরুদ্ধে সদর মডেল থানায় সাতটি ছিনতাই মামলা রয়েছে। অন্য কোন থানায় আরও মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৩ ৪০ বার পঠিত