দিনে দুপুরে মিরপুরে বিআরটিসি বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » দিনে দুপুরে মিরপুরে বিআরটিসি বাসে আগুন
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



দিনে দুপুরে মিরপুরে বিআরটিসি বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি আগুন দেওয়া হয় বলে আমাদের কাছে সংবাদ আসে। পরে আমাদের দুটি কাজ করে বাসটির আগুন নির্বাপণ করে।

সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৮   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায়



আর্কাইভ