নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমূখ।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৬ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৩ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়।
বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৩   ৪২ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ