আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম। মনোনয়ন ফরম সংগ্রহের সময় কার্যালয়ে ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।
এসময় ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকার (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৩ ৪৫ বার পঠিত #নির্বাচন ২০২৪