এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



এবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসেএবার ক্যানসারের জীবাণু পাওয়া গেল স্যুটকেসে

এবার ক্যানসার নিয়ে ভয়াবহ তথ্য দিল হংকংভিত্তিক ভোগ্যপণ্য নজরদারি প্রতিষ্ঠান দ্য কনজ্যুমার কাউন্সিলর। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংস্থাটির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষায় ক্যানসার সৃষ্টির রাসায়নিক পেয়েছে তারা।

কনজ্যুমার কাউন্সিলের জনসংযোগ কমিটির চেয়ারম্যান কিরাস সিউ কিং-ওয়েই বলেন, ক্যানসারের পাশাপাশি এসব রাসায়নিক উপাদান শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে এবং পুরুষের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।

এ জন্য স্যুটকেস ও লাগেজের হাতল ধরার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়ার আহ্বান জানিয়েছে দ্য কনজ্যুমার কাউন্সিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এরইমধ্যে ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি ব্র্যান্ডের স্যুটকেসে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি নামের একটি রাসায়নিক পাওয়া গেছে। আরেকটিতে পাওয়া গেছে উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস।

গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিইএইচপি শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি করতে পারে পুরুষের প্রজনন ক্ষমতার। এছাড়া গর্ভবতী নারীর ভ্রূণের বেড়ে ওঠার ওপর প্রভাব ফেলতে পারে এই রাসায়নিক।

এছাড়াও প্যারিস ব্র্যান্ডের একটি স্যুটকেসে ডিইএইচপি রাসায়নিক ৪ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস বলেছে, একই মডেলের একটি স্যুটকেস পরীক্ষা করে ডিইএইচপি পায়নি তারা।

কনজ্যুমার কাউন্সিল আরও জানিয়েছে, হলমার্ক ডিজাইন কালেকশন নামের আরেকটি ব্র্যান্ডের স্যুটকেসেও দুই ধরনের পিএএইচএস পাওয়া গেছে। এই রাসায়নিক থেকে মানবদেহে ক্যানসার সৃষ্টি হতে পারে।তবে হলমার্ক ডিজাইন বলেছে, কনজ্যুমার কাউন্সিলের পরীক্ষায় তাদের স্যুটকেসে পিএএইচএস পাওয়া গেলেও তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করা সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি।

বাংলাদেশ সময়: ১২:৩৫:১৬   ৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন সাহায্য বন্ধে মারা যাচ্ছে দক্ষিণ সুদানের শিশুরা
গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি



আর্কাইভ