ডিআইজির ভাই পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডিআইজির ভাই পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



ডিআইজির ভাই পরিচয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিআইজির ভাই পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার সকালে ফতুল্লার ভুইগড় এলাকার রূপায়ন টাউন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান (৩০) চট্রগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আবু হানিফ জানান, ডিআইজি এসবি হোডকোর্টার্স মো. জাহিদুল - ইসলাম সাব্বিরের ছোট ভাই পরিচয় দিয়ে শিহাব উদ্দিন সিদ্দিকী রূপায়ন টাউনে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। এরপর ভাড়া না দিয়ে ডিআইজির ভাই পরিচয় দিয়ে রূপায়ন টাউনের কর্মকর্তা শাহিন সারোয়ার শাকিলকে ভয়ভীতি দেখায়। তারপর বিষয়টি তদন্ত করে আইনগত সহযোগীতার জন্য জেলা ডিবি পুলিশে লিখিত আবেদন করেন রূপায়ন টাউন কর্মকর্তা।

তিনি আরো জানান, শিহাব উদ্দিন সিদ্দিকীকে গ্রেফতারের পর খোজ নিয়ে জানাযায় সে একেক নামে একেক জায়গায় গিয়ে মন্ত্রী ডিআইজি সহ সরকার ও প্রশাসনের উচ্চপদস্থদের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারনা করেন। এরআগে রাজধানীর কোতয়ালী থানা এলাকায় শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেন। এছাড়াও রাজধানীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৩   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ