বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে বিভিন্ন ধরনের ২১টি জাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার নগরের একটি হোটেলে প্রতিষ্ঠানের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
২০২২-২৩ অর্থবছরে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা লাভ করায় বিএসসি শেয়ারহোল্ডাদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুচিন্তিত দিকনির্দেশনায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজন করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএসসির উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ২০১৮-১৯ সালে এ বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়। আরও ৪টি জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, বিএসসি বর্তমানে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনাও নিয়েছে। সে অনুযায়ী বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে।
সভায় জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে বিএসসির নিট মুনাফা হয়েছে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা।
লাভের ওপর ভিত্তি করে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় পরিচালনা পর্ষদের সভায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানের লাভের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এ লভ্যাংশের পরিমাণ আরও বাড়বে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক, শেয়ারহোল্ডার কবির আহম্মেদ চৌধুরী ও আব্দুল ওয়াহাব এ সময় বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২৩:০০:০৯ ৪৯ বার পঠিত