৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা

প্রথম পাতা » খেলা » ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা
শুক্রবার, ১৯ মে ২০২৩



৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে রোমা

আগের লেগে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দ্বিতীয় লেগে একেবারে রক্ষণাত্মক ফুটবল খেলেছে এএস রোমা। শেষ পর্যন্ত বায়ের লেভারকুসেনকে সফলভাবে আটকে রেখে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে জোসে মরিনিওর শিষ্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে রোমা-বায়ের লেভারকুসেন। নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল রোমা।

জার্মান ক্লাব লেভারকুসেনের খেলোয়াড়রা এদিন নিজেদের ঘরের মাঠে জয় পেতে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। কেবল মেলেনি সাফল্যটা। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে স্বাগতিকরা ২৩টি শট নেয়। যার ৬টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে মাত্র একটি অফ টার্গেট শট নিয়েছিল রোমা।

আগের লেগে এগিয়ে থাকার সুযোগ নিয়ে ইতালিয়ান ক্লাবটি এদিন শুধু রক্ষণ সামলে লিড ধরে রাখতে চেয়েছিল। লেভারকুসেন প্রথম গোলের উদ্দেশে অন টার্গেট শটটি নিয়েছিল ম্যাচের সপ্তম মিনিটে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে কেরেম ডেমিরবের নেয়া শটটি গ্লাভসবন্দি করতে সমস্যা হয়নি রোমা গোলরক্ষক রুই প্যাট্রিসিওর। ১২তম মিনিটে লেভারকুসেনের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সতীর্থের পাস ধরে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দিয়ে জোরালো শট নেন মুসা দিয়াবি। কিন্তু তার শটটি বারে লেগে বাইরে চলে যায়।

স্বাগতিকদের আরও একবার হতাশ হতে হয় ৮০তম মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে নেয়া সার্দার আজমাউনের শট বেরিয়ে যায় বার ঘেষে। পুরো দল বেধে রক্ষণ সামলানো রোমার বিরুদ্ধে শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি লেভারকুসেনের। তাতে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় রোমার।

আরও পড়ুন: প্রথম কোচ হিসেবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে গার্দিওলা

তাতে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পাড়ি দিয়েছে রোমা। সবশেষ ১৯৯০-৯১ মৌসুমে তারা প্রথম ও শেষবার লিগটির ফাইনাল খেলেছিল। সেবার ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১২:৪১:২৯   ৫৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ