অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

প্রথম পাতা » খেলা » অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ লড়াইয়ের আগে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম একাদশ প্রকাশ করেছে কোচ হাভিয়ের কাবরেরা।

মেলবোর্নে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচ।

এশিয়ান ফুটবলের পরাশক্তিদের একটি অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলেই আধিপত্য দেখাতে পারেনি। নামের ধারে-ভারে সকারুদের তুলনায় যোজন যোজন ব্যবধানে পিছিয়ে জামালরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে খেয়াল করলেই ব্যবধান অনেকটা বোঝা যাবে। বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ২৭ নম্বরে আছে অস্ট্রেলিয়া। রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড, আর্লিং হলান্ডের নরওয়ে, মোহামেদ সালাহর মিশরেরও ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ভারত, মালদ্বীপ, নেপাল ও ভূটানেরও পেছনে অবস্থান লাল সবুজের দেশের। শক্তির পার্থক্যটা তাহলে বোঝাই যাচ্ছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুবার খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বলাই বাহুল্য যে, কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপের বাছাই পর্বে দুই লেগের খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

সে বছরের সেপ্টেম্বরে প্রথম লেগের ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ম্যাচটিতে ৫-০ গোলে হারে বাংলাদেশ। এরপর নভেম্বরে ফিরতি লেগের খেলাটি হয় বাংলাদেশে। ঘরের মাঠে বাংলাদেশ আগের ম্যাচের তুলনায় অপেক্ষাকৃত ভালো খেলা উপহার দেয়। ম্যাচটিতে হারে ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে বাংলাদেশের জালে ৯ গোল দিয়েছে অস্ট্রেলিয়া।

তবে এবার মাঠে নামার আগে বেশ ছন্দে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আর সেটা কাজে লাগিয়ে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘আমরা চার-পাঁচদিন ধরে এখানে আছি। তিনটি সেশন করেছি এ পর্যন্ত। এখন পর্যন্ত দলের সবকিছু ইতিবাচক আছে। এখানকার আবহাওয়াটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে এখানে এসেছি। আমি আশাবাদী এবং ইতিবাচক। আশা করছি, এখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরতে পারব, যা আমাদের পরবর্তী প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে কাজে লাগবে।’

প্রতিপক্ষের সঙ্গে নিজেদের শক্তির ব্যবধানটা ভালো করেই জানেন বাংলাদেশ কোচ। তবে হাল ছেড়ে দিচ্ছেন না তিনি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফুটবল খেলার প্রত্যয় জানিয়েছেন লাল-সবুজ কোচ।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), হাসান মুরাদ, তারিক কাজী, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবর রহমান জনি ,ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৩   ৪৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ