গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব পাস জাতিসংঘে

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব পাস জাতিসংঘে
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব পাস জাতিসংঘে

চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে গাজায় ‘মানবিক বিরতির’ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এছাড়া এ প্রস্তাবে হামাসের হাতে বন্দি ইসরাইলিদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি উত্থাপন করেন মাল্টা। এটি বুধবার (১৫ নভেম্বর) নিরাপত্তা পরিষদে গৃহীত হয়। পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দেয়। তবে ভোট দেয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

প্রস্তাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেড ক্রস ও অন্যান্য ‘নিরপেক্ষ’ মানবিক সংগঠনকে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার সুযোগ দিতে পর্যাপ্ত সংখ্যক দিনের জন্য জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেয়ার আহ্বান জানানো হয়।

প্রস্তাবটি পাস হওয়ায় এটি পালনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য অতীতে নিরাপত্তা পরিষদের আইনি বাধ্যবাধকতা থাকা এ ধরনের অনেক প্রস্তাব ইসরাইল মেনে চলেনি।

এরপরও বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবটি ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পাসে বাধা দেয়নি। তারা চাইলে ভেটো দিয়ে প্রস্তাবটি আটকে দিতে পারত।

গত ৭ অক্টোবর এ যুদ্ধ শুরু হওয়ার পর এ সংকট নিয়ে পঞ্চমবারের মতো বসল নিরাপত্তা পরিষদ। আগের বৈঠকে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় উত্থাপিত প্রস্তাবটি পাস হয়নি।

বাংলাদেশ সময়: ১০:৩১:২১   ৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ
গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস
চারদিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে ১০
ভেনেজুয়েলার বিরোধী নেতার গ্রেফতার নিয়ে মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি



আর্কাইভ