যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্রে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ছজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৮ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ওহাইওর কলম্বাসে লিকিং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে টস্কারাওয়াস ভ্যালি লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট ডেরেক ভারানস্কি জানিয়েছেন, কলম্বাসে ওহাইও স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাদের ভাড়া করা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা ছিলেন।

এদিকে, আলাদা এক ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের সেন্ট অ্যালবানসে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদে তিনজন নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, নিহত সবাই একই বাড়ির ভাড়াটিয়া। তাদের সঙ্গে বাড়িওয়ালার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর বাড়িওয়ালা নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১১:১১:১৯   ৪৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ