নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাইনবোর্ডের চিশতিয়া বাউল সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইনবোর্ডের জাকির মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই ঢাকা পোস্টকে বলেন, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৫৩   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ