ইংল্যান্ডের বিপক্ষের পারফর্ম দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। তবে খেলার বাইরে তার নাম নিয়েও বেশ রহস্য তৈরি হয়েছে। নিজের নামের ব্যাখ্যা রাচিন যেভাবে দিয়েছিলেন, তার সঙ্গে ভিন্ন মত প্রকাশ করেছেন বাবা রবি কৃষ্ণমূর্তি।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটির আগে নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র আরও একবার নামের প্রসঙ্গে আলোচনায় এসেছেন।
নিজের নামের ব্যাখ্যা বিশ্বকাপের আগেই দিয়েছিলেন রাচিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাবা-মা রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে পছন্দ করেন। তাদের নামও পছন্দ ছিল তাদের। রাহুল থেকে “রা” এবং শচিন থেকে “চিন”নিয়ে নাম হয়েছে রাচিন। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি।‘
তবে ভারতের দুই কিংবদন্তি রাহুল ও শচিনের নামের সঙ্গে মিলিয়ে রাচিন নাম রাখার কথা উড়িয়ে দিয়েছেন তার বাবা। রবি কৃষ্ণমূর্তির মতে, এটা একেবারেই কাকতালীয় একটি ব্যাপার।
ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের কাছে রাচিন নাম রাখা নিয়ে বাবা কৃষ্ণমূর্তি বলেছেন, ‘যখন তার জন্ম হয়, তখন আমার স্ত্রী এই নামের প্রস্তাব দিয়েছিলেন। আমরা এটি নিয়ে আলোচনা করার খুব বেশি সময় পাইনি। ভালো লাগায় নামটি রাচিন দেওয়া হয়েছে। এই নামের বানান করা সহজ ও ছোট। তাই আমরা এই নামটি রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের সন্তানকে ক্রিকেটার বানানো বা এ জাতীয় কিছুর উদ্দেশ্যে তার নাম রাখা হয়নি। কয়েক বছর পর আমরা বুঝতে পারি যে, নামটি রাহুল এবং শচিনের নামের মিশ্রণ।‘
প্রসঙ্গত, রাচিনের জন্ম ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরে। তার বাবা-মা ভারতীয়। ২০২১ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
বাংলাদেশ সময়: ১০:৩৮:৩৯ ৫১ বার পঠিত