হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারি » হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



হিলিতে পেঁয়াজের ঝাঁজ কমলেও আলুর দাম বেড়েছে

দেশের বাজারে আলু এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দিলেও কোনোভাবেই সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার। আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। তবে কিছুটা ঝাঁজ কমেছে পেঁয়াজের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে আলুর দাম। কেজিপ্রতি ভারতীয় আলু হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায় ও দেশি বড় জাতের আলু খুচরা বাজারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়াও ছোট জাতের দেশি আলু ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।

অন্যদিকে কেজিপ্রতি ১০ টাকা কমেছে ভারতীয় সাউথ জাতের পেঁয়াজের দাম। বর্তমানে সাউথ জাতের পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও ইন্দোর জাতের পেঁয়াজ পূর্বের ৮৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, দেশের বাজারে পাতা পেঁয়াজ ওঠার কারণে ক্রেতা কমেছে। তবে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে কিছুটা দাম কমেছে। সেই তুলনায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার ভারতীয় ২৩ ট্রাকে ৬২০ টন আলু এবং ১৭ ট্রাকে ৪৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৩   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ