সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনী তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সংলাপ হতে পারে। তবে ইসিকে সংবিধান অনুযায়ীই তফসিল ঘোষণা করতে হবে।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হয়তো দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৪   ৬১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ