সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোদনাইলে চাষাঢ়া-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ৷ এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গোলাম মোস্তফা জানান, নাফ পরিবহনের বাসটি দুপুর থেকেই চাষাঢ়া-শিমরাইল সড়কের পাশে দাঁড় করানো ছিল৷ সন্ধ্যার দিকে বাসটিতে আগুন লাগলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷

“কেউ আগুন দিয়েছে এখন পর্যন্ত এমন কোন তথ্য আমরা পাইনি৷ যান্ত্রিক ত্রুটির কারণেও আগুন লাগতে পারে৷ বিষয়টি পুলিশ তদন্ত করছে৷”,

রাত আটটার দিকে যোগাযোগ করা হলে এ কথা বলেন ওসি৷

বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনের সন্ধ্যায় এ আগুনের ঘটনাটি ঘটলো৷

এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷

বাংলাদেশ সময়: ২২:৫২:১০   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ