নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোদনাইলে চাষাঢ়া-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ৷ এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গোলাম মোস্তফা জানান, নাফ পরিবহনের বাসটি দুপুর থেকেই চাষাঢ়া-শিমরাইল সড়কের পাশে দাঁড় করানো ছিল৷ সন্ধ্যার দিকে বাসটিতে আগুন লাগলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷
“কেউ আগুন দিয়েছে এখন পর্যন্ত এমন কোন তথ্য আমরা পাইনি৷ যান্ত্রিক ত্রুটির কারণেও আগুন লাগতে পারে৷ বিষয়টি পুলিশ তদন্ত করছে৷”,
রাত আটটার দিকে যোগাযোগ করা হলে এ কথা বলেন ওসি৷
বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনের সন্ধ্যায় এ আগুনের ঘটনাটি ঘটলো৷
এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
বাংলাদেশ সময়: ২২:৫২:১০ ৪৬ বার পঠিত