রংপুরের পীরগঞ্জে আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজীমুল ইসলাম শামীম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সহ দপ্তর সম্পাদক আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, যুবলীগ নেতা ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, যুবনেতা ফিরোজ আলম, গাবুর আলি, মোশারফ হোসেন মিঠু, সাবেক ছাত্রনেতা রাশেদুন্নবী রাশেদ, মিঠুন চন্দ্র সাহা, তানজিন সরকার নোমান, নূরে আলম খুশি, রোকনুজ্জামান সাগর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৮ ৪০ বার পঠিত