সাতক্ষীরায় ১০টি স্বর্ণের বারসহ আশরাফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তের ভোমরা বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল ইসলাম সদর থানার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোমরা বিওপি এলাকা দিয়ে বাইসাইকেলে যাওয়ার সময় আশরাফুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরের ডান পাশ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২শ টাকা।
বাংলাদেশ সময়: ২২:৫২:২২ ৩৯ বার পঠিত