ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রথম পাতা » খুলনা » ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সাতক্ষীরায় ১০টি স্বর্ণের বারসহ আশরাফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তের ভোমরা বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সদর থানার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোমরা বিওপি এলাকা দিয়ে বাইসাইকেলে যাওয়ার সময় আশরাফুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরের ডান পাশ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২শ টাকা।

বাংলাদেশ সময়: ২২:৫২:২২   ৩৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ