আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর, মুখ খুললেন ঐশ্বরিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারি » আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর, মুখ খুললেন ঐশ্বরিয়া
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর, মুখ খুললেন ঐশ্বরিয়া

অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যকে নিয়ে প্রায়ই ভুয়া খবর ছড়ানো হয়। সম্প্রতি আরাধ্যর স্বাস্থ্য নিয়েও ছড়ানো হয় একটি ভুয়া খবর, যা গড়িয়েছে আদালত পর্যন্ত।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন ঐশ্বরিয়া রাই। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বিষয়টিকে (আরাধ্যর স্বাস্থ্য বিষয়ক খবর) ‘অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল’ বলে অভিহিত করেন তিনি।

ঐশ্বরিয়া বলেন, ‘আমি আশা করি, সংবাদমাধ্যমগুলো এ ধরনের ভুয়া খবর প্রচার করবে না। নেতিবাচক খবর প্রচার না করার জন্য ধন্যবাদ। মিথ্যা সংবাদ অপ্রয়োজনীয় এবং সংবেদনশীল। দয়া করে এমন খবর আর ছড়াবেন না।’

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের সন্তান আরাধ্যার জন্ম হয়। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ১১ বছরের ছাত্রী আরাধ্যাকে প্রায়ই একাধিক ‘হাই প্রোফাইল’ অনুষ্ঠানে তার বাবা-মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়।

সম্প্রতি তাকে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৪০   ৯১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ