আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



আগামী নেতৃত্ব ও দেশ করার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী নেতৃত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি বুধবার কেরানীগঞ্জ চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখায় শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো ফলাফল করছে।
আগামীর নেতৃত্ব ও দেশ গড়তে প্রতিটি এলাকার জনসাধারণকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর শ্রম ও নিষ্ঠার পাশাপাশি তাদের ভাল ফলাফল অর্জনের নেপথ্যে থাকে শিক্ষক ও অভিভাবকের অবদান।
কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৮   ৮৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এসএসএফ এর সাবেক মহাপরিচালক মো.মজিবুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ
সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
মানবপাচারে জড়িতদের জবাবদিহির জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি



আর্কাইভ