জীবনের প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছেন। শুধু কী প্রথম? একে একে সাফল্যের ঝুলি ভরেছেন ভালো ছবির তোকমায়। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক অভিনেত্রী।
বলিউড বাদশাকে নিয়ে নানা রকম মন্তব্য করলেন এক পাকিস্তানি অভিনেত্রী। তার কথায় অভিনয় করতেই নাকি জানেন না বাদশা। শুধু ব্যবসা করতে তিনি মাঠে নামেন।
ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চলতি বছরের জুলাইয়ে এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ বলেছিলেন, ‘শাহরুখ খান অভিনয় করতে জানে না’।
তিনি আরও বলেন, ‘ অভিনয় না জানলেও শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব রয়েছে। সৌন্দর্যের মানদণ্ড অনুসারে তাকে সুদর্শন বললে ভুল হবে।
তার ভাষায়, ‘এটা ঠিক যে তার ব্যক্তিত্ব এবং রূপ এতটাই শক্তিশালী যে তাকে দেখতে ভালো লাগে। তার মধ্যে সেই জিনিসটি আছে। কিন্তু, অনেক সুন্দর মানুষ আছে পৃথিবীতে, যাদের কোনও অহংকার নেই। তাই মানুষ তাদের খেয়ালও করে না।’
মাহনুর বলেন, ‘শাহরুখ খান অভিনয় জানেন না। তিনি একজন ভালো ব্যবসায়ী। নিজেকে কীভাবে বাজারজাত করতে হয় তা খুব ভালো জানেন। হয়তো তার ভক্ত এবং পছন্দের মানুষেরা আমার সঙ্গে একমত হবে না, তবে এটি একদম ঠিক আছে। তিনি একজন ভালো ব্যক্তিত্ব। তিনি নিজেকে ভালো বেচতে পারেন। অনেক ভালো অভিনেতা আছেন, যারা ভালো অভিনয় করেও তার মতো সফল নন।’
উল্লেখ্য, মাহনুর বালুচ আমেরিকায় জন্মগ্রহণকারী একজন কানাডীয় পাকিস্তানি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং প্রাক্তন মডেল। ১৯৯৩ সালে পিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মারভির’ মাধ্যমে তার টেলিভিশনজগতে অভিষেক ঘটে। তিনি তার ফিটনেসের জন্য বেশ প্রশংসিত।
বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৫ ৬৪ বার পঠিত