ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার ভয়াবহ আগুনে ২৭ জনের প্রাণহানি হয়েছে। দেশটির বিচার বিভাগ এ কথা জানায়।
বিচার বিভাগের ‘মিজান অনলাইন নিউজ’ ওয়েবসাইট প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরানের উত্তরে গিলান প্রদেশের নগরী ল্যাঙ্গারদ-এর একটি মাদক পুনর্বাসন শিবিরে আগুনে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত অপর ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর এএফপি’র।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:১১ ৪১ বার পঠিত