ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



ফেনীতে চিনি বোঝাই ট্রাকে আগুন

ফেনীর লালপোলে চিনি বোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) দিনগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা চিনি নিয়ে ট্রাকটি লালপোল পৌঁছানোর পর গাড়ির গতিরোধ করে বেশ কয়েকজন লোক। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৪টা ২১ মিনিটে ট্রাকে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। আগুনে ট্রাকের সামনের অংশ পুরোপুরি পুড়ে গেছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:০৫   ৩৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ