নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে বাসে আগুন
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে বাসে আগুন

নেত্রকোনার কেন্দুয়ায় টার্মিনালে রাখা হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা শহরের কমলপুর এলাকার বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা।

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, টহল পুলিশ দেখে ফায়ার সার্ভিসকে জানায়। বাসটির নাম ছিল হিরন বাস। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের হেলপার ঘুমাচ্ছিল বাসে। তাকে আনা হয়েছে জিজ্ঞাবাদের জন্য। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:২৮:৩৫   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ