ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ব নুসা টেংগারা প্রদেশের বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, রিখটার স্কেলে বৃহস্পতিবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

তবে ইন্দোনেশিয়ায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বাংলাদেশ সময়: ১১:১৫:০১   ৪০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ