জিয়ার সৈনিক স্লোগানে বাসে আগুন, পালানোর সময় বিএনপির দুই কর্মী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » জিয়ার সৈনিক স্লোগানে বাসে আগুন, পালানোর সময় বিএনপির দুই কর্মী আটক
বুধবার, ১ নভেম্বর ২০২৩



জিয়ার সৈনিক স্লোগানে বাসে আগুন, পালানোর সময় বিএনপির দুই কর্মী আটক

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) বাসে আগুন দিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।

ভোরে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দূরপাল্লার বাসে আগুন দেয় অবরোধকারীরা। আগুনে গাড়ির সব কটি আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে।

জানা গেছে, সাভারের হেমায়েতপুরে মধুমতি মডেল টাউনের সামনে রিমি ট্রাভেলসে আগুন দেয় দুর্বত্তরা। বাসটি ঢাকা থেকে গাইবান্ধায় চলাচল করত। জিয়ার সৈনিক স্লোগান দেয়া ৫০ থেকে ৬০ জনের মিছিল থেকে বাসটিকে টার্গেট করে প্রথমে ভাঙচুর, পরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের ঘটনায় আলীম আর সোহেল নামে দুজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বাসের হেলপার জানান, অবরোধের মিছিল থেকে গাড়িতে ভাঙচুর শুরু হলে ভয়ে গাড়ির জানালা দিয়ে নেমে জীবন বাঁচান তিনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, হেমায়েতপুরে বাসে আগুনের ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে সাভার থানা পুলিশ। আগুন দিয়ে পালানোর সময় পুলিশ তাদের ধরে ফেলে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। ছবি: সময় সংবাদ

তিনি জানান, অবরোধ সমর্থকদের মিছিল থেকে এ বাসটিতে হামলা হয়। মিছিলকারিদের টার্গেট ছিল এখানরার বেশ কিছু বাসে আগুন দেয়ার। তবে বাসের চালক ও শ্রমিকদের প্রতিরোধে তা সম্ভব হয়নি।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে। প্রথম দিনে যানবাহন ও সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাজধানীতে বেড়েছে যান চলাচল। তবে স্বাভাবিক দিনের তুলনায় গণপরিবহন কিছুটা কম।

রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে দেখা যায়, জনগণের যাতে ভোগান্তি না হয় সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তায় টহল দিচ্ছে। পাশাপাশি নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় সতর্ক পাহারায় রয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কার্যালয়ের সামনে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে তারপর থেকে মূলত দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।

এর আগে অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দিনভর নারায়ণগঞ্জ-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কুলিয়ারচরে নিহত হয়েছেন দুজন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয়েছে বাস ও অ্যাম্বুলেন্সে।

এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দেয়া হয়; রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধকতা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৫   ৪৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার উপদেষ্টা
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
ঝিনাইদহে শীতার্তদের মাধ্যে কম্বল বিতরণ



আর্কাইভ