কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?

প্রথম পাতা » ছবি গ্যালারি » কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?
বুধবার, ১ নভেম্বর ২০২৩



কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসীর?

বর্তমানে অভিনেতা-অভিনেত্রীদের বড় অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন। এর বাইরে তারা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রিল-ভিডিও পোস্ট করে মোটা টাকা আয় করছেন। এত কিছুর মধ্যেই হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মানসী। তিনি লেখেন, ব্যক্তিগত ও পেশাগত কিছু কারণে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে প্লিজ ই-মেইল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে।

কেন হঠাৎ এ সিদ্ধান্ত? বর্তমানে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাকে দেখছেন দর্শক। মাঝে বেশ কিছু দিন মুম্বাইয়েও ছিলেন। ফিরে এসে আবার পুরোদমে টলিপাড়ায় কাজ শুরু করেছেন। কাজের মধ্যে কেন এমন সিদ্ধান্ত নিলেন মানসী?

এ বিষয়ে মানসী বলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছি। আপাতত পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিজের মতো থাকতে চাই। শুধু কাজে মন দিতে চাই। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা চলছে, যেটা প্রকাশ্যে আনতে চাই না। তবে বড় গল্প। সেজন্যই একটু নিজেকে সময় দিতে চাই। ভালো থাকতে চাই কাজ নিয়ে। কিন্তু আমি বিরতি নিচ্ছি মানে এমনটা নয় যে, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। আমার টিম আছে। কেউ যোগাযোগ করতে চাইলে করতে পারবে।

শোনা যাচ্ছে, শিগগিরই নতুন কাজ শুরু হবে মানসীর। যদিও সে বিষয়টি স্পষ্ট করতে চাইলেন না অভিনেত্রী। ব্যক্তিগত সমস্যার কারণে কি অবসাদ হচ্ছে? এ বিষয়ে মানসীর জবাব, এটা একটা বড় ব্যাপার। ভগবানের কৃপায় আমার জীবনে এখনো অবসাদ ছুঁতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০৮   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
ঝিনাইদহে শীতার্তদের মাধ্যে কম্বল বিতরণ
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: তাজুল
পার্বত্য এলাকার মানুষদের সমস্যাগুলো সমাধান করার তাগিদ - পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ