আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারি » আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



আমার চোখ ভিজিয়েছে মুম্বাই: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রথম প্রদর্শনী হয় ৯ অক্টোবর। ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। তখন কোরিয়াতে ছিলেন ফারুকী দম্পতি। এবার দ্বিতীয় প্রদর্শনী হলো মুম্বাইয়ে। মুম্বাইয়ের শো নিয়ে ফারুকী পোস্ট দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসা কি বাঁধাইয়া রাখা যায়? তাহলে মুম্বাইতে এই দুই দিন আমরা যা পেয়েছি তা বাঁধাইয়া নিয়ে আসতাম। আজকে ছিল আমাদের সেকেন্ড শো! আজকেও ফুল হাউস! ফুল হাউসের চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো ফুল হার্ট ভালোবাসা।’

আবেগী হয়ে ফারুকী বললেন, ‘কত বার যে আমার চোখ ভিজিয়ে দিয়েছে মুম্বাই!!! লাভ ইউ, মুম্বাই।

মজার ঘটনা নিয়ে জানা যায়, ‘আরেকটা মজার কথা হলো, একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হয়ে গেলো। মুম্বাই ফেস্টিভালের ডায়নামিক ডিরেক্টর দীপ্তির কল্যানে পাঁচ দিন আগে যে দৃশ্য আমি শ্যুট করেছি, সেটা সহ-ই মুম্বাইয়ের প্রথম শো-টা হয়েছে। এবং আমার এবং দর্শকদের মন ভরে গেছে। আমি ভাবছি আজকেও একই ভার্সন দেখাবে!

সিনেমার আগের ভার্সন নিয়ে তিনি বলেন, ‘ওরা ভুল করে আগের ভার্সন দেখিয়ে দিয়েছে। আমি সেটা জানতাম না। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া একই রকম। একই ভালোবাসা! একই আবেগ! আমরা দুর্বল মানুষ! এই ভালবাসার জোরেই শক্তিশালী হয়ে উঠতে চাই, অসাধ্য সাধন করতে চাই।’

শেষে নির্মাতা জাানান, ‘প্রিয় বাংলাদেশ, এবার তোমার কাছে ছবিটা নেয়ার অপেক্ষায়। তবে দারুন একটা সেশন ছিলো সাউথ এশিয়ান আইকন সেকশনের জন্য। বিক্রমাদিত্য মোটওয়ানে, আমি, প্রসান্না ভিতানাগে, নবীন সুব্বা, গুরবিন্দার সিং ছিলাম। আত্মিক কথোপকথন হয়েছে আমাদের! আশা করি ওরা পুরোটা আপলোড করবে একটা সময়।’

উল্লেখ্য, চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন। আর এই পুরো প্রজেক্টটির নাম দেয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

বাংলাদেশ সময়: ১২:৪০:০৮   ৫৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ