নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, দেশে আবারো নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। পূর্বের ন্যায় আবারো জ্বালাও-পোড়াও শুরু করেছে। একজন পুলিশ ভাই ও একজন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটা তাদের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে।
রোববার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান।
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া মেম্বার, কামরুজ্জামান মেম্বার, জাতীয় যুবসংহতির সোনারগাঁ উপজেলার আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, শিল্পী বেগম মেম্বার, জাতীয় পার্টির বারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির সরকার, নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামান বধু মেম্বার, মিলন মিয়া মেম্বার, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, ফজলুল হক, ইয়ামিন সুজন, মহিলা পার্টির নেত্রী মিসেস ময়না বেগম মেম্বার, রোকসানা আক্তার, জাতীয় পার্টির নেতা কবির হোসেন মোল্লা, সাইফুল ইসলাম মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা রিপন ভূঁইয়াসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:১৬:১৫ ৫১ বার পঠিত