ঢাকা, ২৯ অক্টোবর ২০২৩ : একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য আ,স,ম, ফিরোজ, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পনির উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।
সভায় ১৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।
বৈঠকে ১৯তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন অগ্রগতি, খাদ্যশস্য ক্রয়ের ক্ষেত্রে পদ্ধতি ও টেন্ডার ডকুমেন্টস পর্যালোচনার সময়সীমা হ্রাস ও সাশ্রয়ী মূল্যে আকাঙ্ক্ষিত পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয়, বাংলাদেশের নিজস্ব কয়লা উৎপাদন ক্ষমতা মোট চাহিদার ৮০% এ উন্নীতকরণ, দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত বঙ্গোপসাগরে পুনরুদ্ধারকৃত অঞ্চলে জরুরীভিত্তিতে গ্যাস অনুসন্ধানপূর্বক উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
কমিটি ‘বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দ’, মিঠাপুকুর, রংপুর এর ১৫ জন শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির বিষয় সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ৭ দিনের মধ্যে দ্রুত বাস্তবায়ন এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি সেচ ব্যয় সাশ্রয়ী করার জন্য দেশের সব এলাকায় ক্রমান্বয়ে সারফেস ইরিগেশন চালু করার জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পেট্টোবাংলার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিএডিস’র চেয়ারম্যান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৪ ৫৭ বার পঠিত