রাজধানীর উত্তরায় এক্সপ্রেসওয়ের বিআরটিসি বাসের কাউন্টারে তিনটি বাস ভাঙচুর করেছে হরতাল সমর্থক বিএনপি কর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করে ১৫-২০ জনের একটি দল এসে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য কাউন্টার থেকে বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে তারা হামলা চালায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এলে পালিয়ে যান পিকেটাররা।
বাংলাদেশ সময়: ১১:৩২:৩০ ৪২ বার পঠিত