প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) থেকে ‘দরদ’ নামে এ সিনেমাটির শুটিং শুরু হবে ভারতের এলাহাবাদে। এর আগে ভারতের মুম্বাইতে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন নায়ক-নয়িকা ও নির্মাতা।
বুধবার সন্ধ্যায় (২৫ অক্টোবর) মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছবির মধ্য প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা। সংবাদ সম্মেলনে শাকিব খানকে বাংলার পাশাপাশি হিন্দিতে কথা বলতে শোনা যায়। তখন শাকিবকে শুদ্ধভাবে হিন্দি বলতে সহযোগিতা করেন সোনাল।
এ আগে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) এক ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। মাসব্যাপী টানা শুটিং শেষ করে নভেম্বরের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।
শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:৫৬:০৯ ৫২ বার পঠিত