গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলা-অবরোধে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস। খবর বিবিসি’র।

জাতিসংঘ মহাসচিব বলেন,

ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজ ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।

এসময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরাইলে হামলা করেনি বলেও মন্তব্য করেন গুতেরেস। বলেন, গত ৫৬ বছর ধরে ইসরাইলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন,

ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেয়া যায় না।

‘এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষার মৌলিক নীতিগুলোর বিষয়ে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন,

তারা দেখেছে তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে ধরা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এসব সমস্যার যে রাজনৈতিক সমাধানের আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিষদে গুতেরেসের এমন মন্তব্যের পর তার তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১৪   ৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত
পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে
এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান
অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট



আর্কাইভ