সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৫০) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজের এক দিন পর আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মধু মিয়াকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসসা মাজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মধু মিয়া। তিনি সোমবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের এক দিন পর আজ মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।
পুলিশ খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, সম্প্রতি তার ইউনিয়নে অটোরিকশা, গরু চুরিসহ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারীচক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নদী থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৮   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ