ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোহাম্মদ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় প্রেসব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ মীর আবিদুর রহমান এ তথ্য জানান।

এরআগে সোমবার গোপন খবরে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সাতক্ষীরা পুলিশের সহায়তায় সাতক্ষীরার শ্যাম নগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে, মনিরুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভ্যাটখালী গ্রামের আজিজ গাজীর ছেলে এবং হেলাল উদ্দীন খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামের হবিবুল্লাহের ছেলে।

অতিরিক্ত পুলিশ মীর আবিদুর রহমান জানান, আন্তঃবিভাগীয় চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৮   ৩৮ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ