ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাখি খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৯ জন।
পাখি খাতুন ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা এলাকার ইউনুস মাতুব্বরের স্ত্রী।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৬ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৮২ জন। এর মধ্যে ১৮ হাজার ১৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কতটা খারাপ অবস্থায় রয়েছে তা মৃত্যুর সংখ্যার দিকে তাকালে বোঝা যায়। সবাই সচেতন না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই।
বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৬ ৪৪ বার পঠিত