বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এখন পর্যন্ত চার ম্যাচে সমান দুই জয় ও হারে পয়েন্ট সংখ্যা পঞ্চম স্থান অবস্থান দ্য গ্রিন ম্যানদের। শেষ চারে দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
জয়ের ফেরার লক্ষ্যে এ ম্যাচে একটি পরিবর্তন এনেছে দ্য গ্রিন ম্যানরা। জ্বরের কারণে এ ম্যাচের একাদশে নেই মোহাম্মদ নেওয়াজ। দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে আফগানদের একাদশে ফিরেছেন নূর আহমেদ। বাদ পড়েছেন ফজলহক ফারুকি।
পাকিস্তানের একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহিন আফ্রিদি।
আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, নূর আহমেদ।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩০ ৪৩ বার পঠিত