স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সড়ক বন্ধ’ নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে মার্কিন দূতাবাসের প্রেস কর্মকর্তা স্টিফেন আইভ্যালি এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে স্টিফেন উল্লেখ করেন, রাষ্ট্রদূত হাস বৈঠকে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ ও হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের (সরকারের) এ ধরনের কোনো কর্মসূচি নেই। সরকার মনে করে, বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে করে যাবে। শান্তিপূর্ণভাবে যদি করে, তাহলে কিছুই বলার নেই।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫৯   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল
মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব: আদিলুর রহমান



আর্কাইভ