নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির ও উৎসবের শহর বলে উল্লেখ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। নারায়ণগঞ্জ একটি উৎসবের শহর। ব্যবসার পাশাপাশি সম্প্রীতি দিক থেকে নারায়ণগঞ্জ বেশ এগিয়ে। প্রতিটি পূজা মন্ডপকেই তারা খুব সুন্দর ভাবে সাজিয়েছে।
এসময়ে তিনি নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন । পরে তিনি শহরের আমলাপাড়া ও টানবাজার বঙ্গবিহাড়ীসহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাপ, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৭ ৬৬ বার পঠিত