উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই: আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারি » উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই: আইভী
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই: আইভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে সনাতন হিন্দু সম্প্রাদায়ের কাছে নৌকায় ভোট চান তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন-অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় এই সরকারকে প্রয়োজন। তাই আগামী নির্বাচনে আবারও আমাদেরকে নৌকায় ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করতে হবে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী ভাল কাজ করেছেন এই জন্য সৃষ্টিকর্তা তাঁকে সহায়তা করবেন। আপনারা মায়ের (দুর্গা) কাছে এই প্রার্থনা করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ গড়েছেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা একই চেতনায় এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যেন শেখ হাসিনার অবদানের কথা ভুলে না যাই। আমরা যার যার অবস্থান থেকে এই দেশ, দেশের জনগণ ও শেখ হাসিনার জন্য দোয়া করবো, যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। এই মাটি, এই পতাকা, এই দেশ, আমাদের সকলের। এখানে কোন বিভেদ নেই, কোন পার্থক্য নেই। এই মাটি আমাদের মা আমরা যেন ভুলে না যাই।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহা, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সনিয়া সাউদ, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৪   ৬৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ